মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা

মুন্সিগঞ্জে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম শরিফুল ইসলাম ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।

নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ব্যাংকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মুন্সিগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. রাসেল ভুঁইয়া।

এছাড়াও মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন নিলু, আধারা ইউপির সাবেক চেয়ারম্যান রহমত আলী মোল্লা ও ব্যবসায়ী মো. তৌহিদুল ইসলাম শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.