ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কাভার্ট ভ্যানভর্তি ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সুয়াগাজী যমুনা আবাসিক হোটেলের সামনে থেকে এসব গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার চড় আশাবর গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে মো. ইলিয়াছ মিয়া (২০) এবং মুন্সিগঞ্জ জেলার আমঘাটা গ্রামের ওয়াহাব বেপারীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮)। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে সুয়াগাজী যমুনা আবাসিক হোটেলের সামনে অভিযান চালায়। এ সময় সেখানে চেকপোস্ট পরিচালনাকালে একটি হলুদ ও নীল রংয়ের কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১৮-৫৫৫৮) থেকে ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইলিয়াছ মিয়া ও দেলোয়ার হোসেনকে আটক করা হয়।
কালের কন্ঠ
Leave a Reply