মোজাম্মেল হোসেন সজল: শিক্ষার্থীদের সামাজিক আন্দোলনে অংশ নেয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, সন্ত্রাসীদের রুখতে হবে, ঘৃণা করতে হবে। ইভটিজিংয়ের কারণে মেয়েরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে। তোমরা প্রতিবাদী হয়ে ইভটিজিং রোধ করো। প্রতিবাদী হলে শিক্ষক, অভিভাবক ও আমরা রাজনীতিবিদরা তোমাদের পাশে দাঁড়াতে পারবো।
তিনি মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক, সহকারি প্রধান শিক্ষক জিয়াসমিন আক্তার প্রমুখ।
নিউজ৬৯
Leave a Reply