মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি এলাকার বৃদ্ধা জাহানারা বেগম এর সম্পত্তিতে মৌসুমী ফসলাদী বুনে রক্ষণা বেক্ষণ করে স্থায়ী ভাবে বসবাস করে আসছিলেন এ বৃদ্ধা।
অসহায় এ বৃদ্ধা জাহানারাকে এলাকার কতিপয় প্রভাবশালী চক্রের খায়েশ জাহানারা বেগমের সম্পত্তি ভোগ দখলের। এ লক্ষ্যে নানা ভয় ভীতি প্রদর্শন করছে এলাকার ভূমি দস্যুরা এমনটি জানিয়েছেন অসহায় জাহানারা।
এ দিকে এ বিষয়ে জসিম উদ্দিন, আমিরুল ইসলাম, সুমন মিয়া, রুমা আক্তার, মাসুদ বাগ, হৃদয় বাগ এ ৬ জনকে আসামি করে একটি মামলা মুন্সীগঞ্জ কোর্টে চলমান অবস্থায় রয়েছে বলে জানা যায়। যাহার মামলা নম্বর ৬৪৭/২০১৫। এদিকে মামলা করার পর আরো বেপরোয়া হয়ে উঠেছে প্রভাবশালীচক্রটি।
এ চক্রটির বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে গজারিয়া থানায় এই দস্যুদের বিরুদ্ধে অপর একটি মামলার বাদী হয়েছেন খাদিজা আক্তার। খাদিজা আক্তার এর স্বামী মহিউদ্দিন জানান, চক্রটি আমার বাড়ি ঘর লুট পাট করে বাড়ি ঘর ভাঙচুর করে।
চমক নিউজ
Leave a Reply