মুন্সীগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিক্ষার্থীরা এ দাবী জানান। রবিবার সকাল থেকে দুপুর ১টা থেকে পর্যন্ত বিদ্যালয়টির প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গনের বাইরে ও ভিতরে এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন।
বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী আফসানা আফরিন মিম, সুরাইয়া আক্তার,সাব্বির আহম্মেদ গাজী, স্টুডেন্ট কেবিনেট লিডার মহসিনা আক্তার মিমিসহ অনেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে ইচ্ছেমত শিক্ষক নিয়োগ, কোন ক্লাসে না যাওয়া উচ্চহারে ভর্তি ফি আদায়, কারও সঙ্গে আলোচনা না করে স্কুলের বার্ষিক ম্যাগাজিন বন্ধ করা ,বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুপস্থিতির টাকা আত্মসাৎ, ছাত্রদের দিয়ে সিগারেট আনিয়ে খাওয়াসহ নানা অভিযোগ করেছেন শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকরা। তারা অভিযোগ করেন স্কুলের বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ না করে দুর্নীতি পরায়ণ ও বিতর্কিত লোকদের পরামর্শ নিয়ে চলছে ম্যানেজিং কমিটির কাজ। এসময় স্কুলের ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবি করেন। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন যাবেন বলে ঘোষণা দেন তারা। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, একটি মহল পরিকল্পনা করে এসব ছাত্রছাত্রীদের দিয়ে এসব কাজ করাচ্ছে। অপসারণের দাবিতে বিক্ষোভ এই ব্যাপারে তাই কোনো মন্তব্য করব না। যা হওয়ার হবে।
ইছাপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার বলেন, প্রধান শিক্ষককে বহিষ্কার ও অপসারণের দাবিতে মিছিল হয়েছে শুনেছি। অভিভাবকদের পক্ষে থেকে মৌখিক অভিযোগ পেয়েছি। কেউ আমার সাথে যোগাযোগ করেনি। স্কুলটাকে নস্ট করে দিলো । এলাকার সবার সাথে কথা বলে তার পর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি ইউএনও রওনক আফরোজা সোমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
জনকন্ঠ
Leave a Reply