সোমবার সদর উপজেলার চম্পাতলায় কষ্টি পাথিরের মূর্তি উদ্ধার হয়েছে। চার কেজি ৩শ’ গ্রাম ওজনের এই বিষ্ণু মূর্তি জাদুঘরে পাঠানোর জন্য ট্রেজারীরে সংরক্ষণ করা হয়েছে। সদর থানার ইউএনও সারাবান তাহুরা জানান, প্রাচীন জনপদটিতে পুকুর খনন করার সময় মূর্তিটি বেরিয়ে আসে। এই পূরাকীর্তি জাদুঘরে পাঠানো হবে। ছোট আকারের হলেও আকর্ষণীয় মূর্তিটি দেখতে লোকজনের ভিড় পরে যায়।
জনকন্ঠ
Leave a Reply