টঙ্গীবাড়ীতে সন্ত্রাসী হামলায় আহত নাসিরের মৃত্যু

জেলার টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের ডুলিহাটা গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হয়ে সর্বস্ব হারানো নাসিরের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন টঙ্গীবাড়ী থানার এসআই শাখাওয়াত হোসেন।

এর আগে গত ৮ই এপ্রিল বেলা ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় ২শত ভাড়াটিয়া সন্ত্রাসী নাসিরের বাড়িতে হামলা চালায়। ২ ঘণ্টা সময় ধরে চলে তার বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব।

সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই পরিবারের দুটি ঘর ভেঙ্গে ফেলে । লুট করে নিয়ে যায় ঘরে থাকা টিভি ফ্রিজসহ মূল্যাবান সামগ্রী।

এ সময় নাসির (৫৫) ও তার স্ত্রী হোসনে আরার (৪৫) উপর চালানো হয় বর্বর নির্যাতন।

নাসিরের ২ মেয়ে ইভা (১০) ও ইমার (৮) ওপরও চলে সন্ত্রাসীদের পাশবিক নির্যাতন।

গুরুতর আহত অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে নাসির ও তার স্ত্রী হোসনে আরাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আহত নাসিরের অবস্থার অবনতি হলে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে নাসির মঙ্গলবার সকালে মারা যান।

স্থানীয়রা জানান, উপজেলার আড়িয়ল গ্রামের নাসিরের সঙ্গে তার চাচাতো ভাই নুর মোহাম্মদ গংয়ের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে মুন্সীগঞ্জ আদালতে একাধিক মামলা রয়েছে।এ ঘটনার জের ধরে নুর মোহাম্মদ, নজু দেওয়ান, জরিপ শেখ, জুয়েল, দেলোয়ার সেখ, হাবিব, আলমগীর, আরাফাত, মন্টু, জামাল, কামাল গংয়ের নেতৃত্বে প্রায় ২শ ভাড়াটিয়া সন্ত্রাসী গত ৮ই এপ্রিল বেলা ১১টার দিকে নাসিরের বাড়িতে হামলা চালিয়ে তাদের দুটি ঘর ভেঙে ফেলে।

এ ঘটনার পর পুলিশ ইসমাইলকে (৩৫)গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠায়।

টঙ্গীবাড়ী থানার এসআই অমিত হাসান জানান, আমি হামলার দিন ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় শত শত লোক নাসিরের বাড়ি ভাঙচুর করছে।এ সময় আমি বাঁশি ফু দিলে তারা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই সন্ত্রাসীরা নাসিরের বাড়ি ভাঙচুর করে মাটিতে লুটিয়ে ফেলে।এ ঘটনায় নাসিরের স্ত্রী হোসনে আরা বাদী হয়ে ৮ই এপ্রিল টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.