মুন্সীগঞ্জে সড়ক নিড়াপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক র্যালী এবং আলোচনা সভা হয়েছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমীতে মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিএ যুগ্ম সচিব ও পরিচালক বিজয় ভূষন পাল।
মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একেএম শওকত আলী মজুমদার এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর রশীদ, ট্রাফিক এএসপি আবুবক্কর সিদ্দিক, জেলা শ্রমিকলীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক(ইঞ্জি:) মো: ফারুক আলম সহ মুন্সীগঞ্জ সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,পরিবহন মালিক শ্রমিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারিদের প্রমুখ। সভায় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
এর আগে সকালে বিজয় ভূষন পালের নেতৃত্বে একটি বণার্ঢ র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন স্থান গুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
জনকন্ঠ
Leave a Reply