পঞ্চসার ইউনিয়নের ৪নং ওয়ার্ড। এই ওয়ার্ডটি নানান দিক দিয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে জেলার শিল্প নগরী বিসিক হচ্ছে এই এলাকায়।
এই ওয়ার্ডে প্রার্থীদের মধ্যে দ্বিমুখি লড়াই হবে বলে ভোটাররা আশংকা করছে। এখানে নির্বাচনী প্রচারণায় মেম্বার তরুণ প্রার্থী আরিফের পক্ষে মাঠে নেমেছেন প্রভাবশালী ব্যাক্তি পঞ্চসারের সাবেক ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ।
পঞ্চসারের সাবেক ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ নির্বাচনী প্রার্থীকে যেদিকে যায় ভোটের হাওয়া দিকে প্রবাহিত হয় বলে এখানকার ভোটাররা মনে করে।
এ কারণে এই ওয়ার্ডে নির্বাচনী হাওয়া ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এক্ষেত্রে এখানকার নির্বাচনে প্লাস পয়েন্টে রয়েছেন আরিফ। তারুণ্যের প্রতীক হিসেবে এই ওয়ার্ডে আরিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভোটাররা মনে করছেন। নানা কারণে এবার ভোটাররা অপর প্রার্থী আজিজের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে পাবে বলে অভিযোগ উঠেছে। সব কিছু মিলিয়ে এখানকার ভোটের হাওয়া জমে উঠেছে।
এখানে মেম্বার পদে চারজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে ময়দানে নেমেছেন। এর মধ্যে এখানে দুইজন প্রার্থীই নতুন মুখ। তারা হচ্ছেন আরিফুর রহমান আরিফ। তার প্রতীক হচ্ছে ফুটবল। আর অন্যজন হচ্ছে আব্দুস সালাম শেখ। তার প্রতীক হচ্ছে ঘুড়ি।
এখানকার বর্তমান মেম্বার আব্দুল আজিজ নির্বাচনের ময়দানে রয়েছেন। তার প্রতীক হচ্ছে মোরগ। আর অন্যজন হচ্ছে আব্দুল করিম। তার প্রতীক হচ্ছে তালা।
এখানে সংরক্ষিত মহিলা আসনে তিনজন প্রার্থী রয়েছেন। এরমধ্যে একজন মাত্র নতুন মুখের প্রার্থী। তিনি হচ্ছেন হাসি বেগম। তার প্রতীক হচ্ছে কলম। এখানে বর্তমান মেম্বার সেলিনা কাউসার নির্বাচনী প্রচারনায় মাঠে আছেন। তার প্রতীক হচ্ছে বই। সেলিনা কাউসারের সাথে গতবার নির্বাচনে পরাজিত হন ঝর্ণা বেগম। সেই ঝর্ণা বেগম এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তার প্রতীক হচ্ছে সূর্যমুখী ফুল। এখানে পুরাতন ও নতুন দুই প্রার্থীর মধ্যে জোর লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। সেলিনা কাউসার ও হাসি বেগমের মধ্যে মুলত এখানে নির্বাচনী জোর হাওয়া বইছে। সেলিনা কাউসার ডিঙ্গাভাঙ্গার নয়াহাজী বাড়ি গ্রাম থেকে প্রতিদ্বন্ধিতা করছেন। আর হাসি বেগম প্রার্থী হয়েছেন আদারিয়াতলা গ্রাম থেকে। ঝর্ণা বেগম প্রার্থী হয়েছেন ফিরিঙ্গিবাজার গ্রাম থেকে। এখানে সরকারপাড়া, বিনোদপুর ও মালিপাথার গ্রাম থেকে কোন প্রার্থী না থাকায় প্রতিদ্বন্ধি প্রার্থীরা ঐ গ্রামগুলো থেকে ভোট টানতে পারলে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোন প্রার্থীর।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply