বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) বীর মুক্তিযোদ্ধা মো. শাহআলম খান আজ ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিনসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য ও কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা আজ সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব এম এ হান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কর্মকর্তা, কর্মচারী এবং বীর মুক্তিযোদ্ধাগণ জানাজায় অংশ নেন।
মরহুমের দ্বিতীয় জানাজা মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তাকে বাদ মাগরিব তৃতীয় জানাজা ও গার্ড অব অনার শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
বাসস
Leave a Reply