সিরাজদিখানের রাজানগর তেঘরিয়া খালের উপর নির্মিত সেতু জনগণের জন্য খুলে দেয়া হয়েছে। শনিবার বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী ইমতিয়াজ আসফাকের সভাপতিত্বে সেতু প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন রাজানগর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন হাদী, রাজানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম কবির উদ্দিন, মুক্তিযোদ্ধা বাবুল মল্লিক, মুন্সীগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তপন রাবংশি প্রমুখ। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে সাড়ে ৩২ লাখ টাকায় নির্মাণ ব্যয়ে ৪০ ফুট দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়। সিরাজদিখান উপজেলার এই খালের শুকুর মিয়ার বাড়ীর সংলগ্ন স্থানে সেতুটি নির্মাণে এই অঞ্চলের কয়েক গ্রামের মানুষ সুবিধা ভোগ করবে।
জনকন্ঠ
Leave a Reply