চলে গেলেন চির বিদায় নিয়ে, গজারিয়ার রূপকার জার আলোতে আলোকিত হয়ে ছিল গজারিয়া বাসি সেই মহান হ্নদয় বান মানুষ আলহাজ কলিম উল্লাহ। মাত্র পাচদিনের মাথায় গজারিয়ার দুই বীরের চিরবিদায়। আজ সকাল দশ টায় সকলকে ছেড়ে চলে গেলেন গজারিয়ার দানবীর,বিশিষ্ট শিক্ষানুরাগী, বীরমুক্তিযোদ্বা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ কলিম উল্লাহ। মাত্র ৫ দিন আগে গজারিয়ার আরেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অব: জসীম উদ্দিন চির বিদায় নিয়েছে। দুই অভিভাবককে হারিয়ে আমরা গজারিয়াবাসী শোকাহত। আল্লাহ তাদের জান্নাতবাসী করুন আমিন।
গজারিয়া আলোড়ন
Leave a Reply