পদ্মা নদীতে তীব্র ঘূর্ণিস্রোত অব্যাহত থাকায় দেশের ব্যস্ততম মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটের লৌহজং টার্নিং পয়েন্টে আটকে পড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ৩৯ ঘণ্টা পর গত মঙ্গলবার রাতে উদ্ধার হয়েছে। বিকল্প একটি চ্যানেল দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ লাইনে ঘাটে আটকে রয়েছে।
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটের লৌহজং টার্নিং পয়েন্টে তীব্র ঘূর্ণিস্রোতের কারণে রবিবার মধ্যরাতে ২২টি যানবাহন নিয়ে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডুবোচরে আটকে পড়ে। দুটি শক্তিশালী আইটি জাহাজ দিয়ে সোমবার সকাল থেকে ফেরিটি উদ্ধারে তৎপরতা শুরু করে কর্তৃপক্ষ। উত্তাল পদ্মায় স্রোতের গতিবেগ তীব্র থাকায় দফায় দফায় ফেরিটির উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। এর আগে ফেরিটিতে আটকে পড়া অধিকাংশ যাত্রী ব্যক্তিগত উদ্যোগে ফেরি থেকে স্পিডবোট, লঞ্চ ও ট্রলারে করে পাড়ে পৌঁছলেও আটকে পড়া ২২টি যানবাহনের শ্রমিকরাসহ বেশ কিছু যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহায়।
এদিকে লৌহজং টার্নিং পয়েন্টের দুই কিলোমিটার ভাটি দিয়ে বিকল্প চ্যানেলে ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল শুরু হওয়ায় যানজট ধীরে ধীরে কমতে শুরু করছে।
কালের কন্ঠ
Leave a Reply