সিরাজদিখানে জমি নিয়ে বিরোধের জেরে ধরে সংঘর্ষ: আহত ৫

সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেড়ে ৫ জন আহত হয়েছে । রবিবার দুপরে উপজেলার লতব্দি ইউনিয়নের নতুন চর গ্রামে এ ঘটনা ঘটে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নতুন চর গ্রামের মৃত হাশেম মিয়ার পুত্র রুহুল আমিন (৫৫) এর সাথে একই গ্রামের সাবেক ইউপি মেম্বার গিয়াসউদ্দিনের সাথে ৬ শতাংশ জায়গায় নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধে চলছিল ।

গতকাল দুপুরে বিরোধপুর্ন জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে এতে ৫ জন আহত হয় । গুরুতর আহত মইনুল ইসলাম (২৬) ও খোদেজা বেগমকে (৪৫) ঢাকা মেডিকেলে আর রুহুল আমিন (৫৫), নুর মোহাম্ম (৫৬),উম্মে হানিফ (৩২) কে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

সিরাজদিখান থানার ওসি (প্রশাসন) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ক্রাইম ভিশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.