মঈনউদ্দিন সুমন: জেলার আন্ত: উপজেলা বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা ষ্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় খেলায় অংশ গ্রহন করবেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা ও সিরাজদিখান উপজেলা। ১২ ডিসেম্বর টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন হাবিবুর রহমান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সাল বিপ্লব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ক্রীড়া সংস্থার আবহয়ক কমিটির সদস্য সচিব মোহা. হারুন-অর-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জলসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/
Leave a Reply