মুন্সিগঞ্জ- ২ আসন – পদ্মা পাড়ের উন্নয়নে ফের জেতার আশায় আ.লীগ

প্রচার-প্রচারণা শুরু না হলেও অভিযোগ পাল্টা অভিযোগ আর ঘরোয়া সভায় জাতীয় নির্বাচনের হাওয়া বইছে মুন্সিগঞ্জ-২ আসনে। আসছে নির্বাচনে এই আসনে জয়ের স্বপ্ন দেখছে বিএনপি। তবে পদ্মা পাড়ের উন্নয়নর প্রভাব ব্যালট বাক্সে পড়বে বলে মনে করে স্থানীয় আওয়ামী লীগ।

পদ্মা পাড়ের জেলা মুন্সিগঞ্জ। লৌহজং আর টঙ্গীবাড়ি এই দুই উপজেলা নিয়ে মুন্সিগঞ্জ- দুই আসন।

নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু না হলেও বাকযুদ্ধে এখনই যেন জমে উঠেছে নির্বাচন। জেলা বিএনপির সহ সভাপতি বলেন, ‘গণতন্ত্র ভুলন্ঠিত। ইফতার পার্টি করতেও আমাদের বাধা দেয়া হয়েছে।’ অভিযোগের বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কখনো ক্ষমতার অপব্যবহার করিনি।’

পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প পাল্টে দিয়েছে এই অঞ্চলের দৃশ্যপট। এর প্রভাবে এই এলাকায় নিজেদের এগিয়ে রাখছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপি বলছে নানা প্রতিকূলতা পেরিয়ে হলেও আসছে নির্বাচনে জয় হবে ধানের শীষের।

টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বিশাল এই উন্নয়ন কর্মকাণ্ডর জন্যে টঙ্গীবাড়ি লৌহজং বিক্রমপুর বাসী আমাদের আগামী নির্বাচনে ভোট দিবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা কোন উন্নয়ন কাজ করেনি।’ এদিকে জেলা বিএনপির সহ সভাপতি বলেন, ‘মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্যে অস্থির হয়ে আছে। কারণ তারা কয়েকটি নির্বাচনে ভোট দিতে পারেনি।’

১৯৯১ থেকে টানা তিনবার এই আসনটি বিএনপির দখলে থাকলেও সর্বশেষ দুটি নির্বাচনে দখল নিয়েছে আওয়ামী লীগ।

সময় টিভি

One Response

Write a Comment»
  1. এস এম হাফিজ আল আসাদ সাহেব সাধারণ সম্পাদক, সভাপতি না রে ভাই…!!!! @ SOMOY TV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.