আড়াই কোটি টাকা ব্যায়ে রামপাল কলেজের নতুন ভবনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এই ভবনের উদ্বোধন কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড মৃণাল কান্তি দাস। এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন, শিক্ষা মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী সম্পদ। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উপর সর্ব্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মোয়াজ্জেমম হোসেন, এ্যাড. গোলাম মাওলা তপন, মো: শাহজাহান ঢালী, মো: আবু তাহের দালাল, জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সংগঠনের সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আপন দাস সহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকবৃন্দ।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply