মুন্সীগঞ্জ-২ আসনের এমপি ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ‘আমাদের দেশে সোনা কিংবা হীরার খনি নেই। তবে আজকের শিশুরাই দেশের সোনা ও হীরার খনি।’
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিমপাড়া আলহাজ তোফাজ্জল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দোতলা ভবন নির্মাণের ভিত্তিফলক উন্মোচন ও মিড-ডে মিল চালুকরণ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় এমিলি আরো বলেন, দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তার জন্য নৌকায় ভোট না দিলে বেইমানি হবে।
আওলাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, বৌলতলী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মোসলেম খান মন্টু, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোড়ল, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান প্রমুখ।
কালের কন্ঠ
Leave a Reply