নাছির উদ্দিন : সিরাজদিখানে জমিসংক্রান্ত বিরোধের জেড় ধরে এক ইউপি সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে অপর এক কমিনিউটি পুলিশের সদস্য। এ ঘটনায় সিরাজদিখান থানায় জিডি হয়েছে।
জানা যায়,সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের মল্লিকা গমেজ এবং নিখিল গমেজের সাথে দীর্ঘ দিন নিয়ে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে । মজিদপুর মৌজার আর এস২১৬ দাগের ৫৭ শতাংশ জায়গার মধ্যে মল্লিকা গমেজ ৪৮ শতাংশ জায়গায় বাড়ী ঘর করে ভোগ-দখল করে আসছিল । সম্প্রতি বিরোধপূর্ন জায়গার টি ৫-৭ টি আম গাছ রাতে আধারে নিখিল গমেজ কেটে ফেললে ।বিষয়টি কেয়াইন ইউনিয়নের ৬ং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ইসলাম সমাধান করতে চাইলে জেলা কমিনিউটি পুলিশিং এর সদস্য শিকার পুর গ্রামের জুগেশ রয়ের পুত্র শ্যামল রায় ফোন করে ইউপি সদস্য শেখ ইসলামকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন । এ ঘটনা খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্ঠি হয় । শুলপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান,এলাকার ছোট খাটো যে কোন বিষয় হলেই শ্যামল রায় পুলিশিং সদস্যকে কাজে লাগিয়ে জোড় খাটানোর চেষ্ঠ করেন। এ ঘটনায় মল্লিকা গমেজ সিরাজদিখান থানায় নিখিল গমেজ এবং শ্যামল রায়ের বিরোদ্ধে অভিযোগ দায়ের করেছেন । ইউপি সদস্য শেখ ইসলাম জানায়,‘শ্যামল রায় আমাকে ফোন করে বলে,মল্লিকা গমেজ লোক ভালো না তাকে তুমি সহযোগিতা করবনা ।
শ্যামল রায় অস্বীকার করে বলেন,‘মল্লিকা যা বলে সব সত্যি না আমি ইউপি সদস্য শেখ ইসলামকে কোন প্রকার হুমকি দেই নাই ।’
মল্লিকা গমেজ বলেন, আমার ভোগ দখল করা উক্ত স¤পত্তি নিয়ে অযথাই শত্রুতা ও ক্ষতি সাধনের জন্য অপচেষ্টা চালাচ্ছে। স¤পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে এখনো মামলা চলিতেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ফরিদ উদিন জানান,অভিযোগ পেয়েছি তদন্ত করে যথাযত বযবস্থা নেবো।
Leave a Reply