মুন্সীগঞ্জ-২ আসনে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান সিনহাকে আসামি করে তিনটি মামলা হয়েছে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহা একাদশ সংসদ নির্বাচনেও মুন্সীগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন। তার বিরোধিতা করছে বিএনপির একটি পক্ষ, যার নেতৃত্বে রয়েছেন দলের জেলা সহসভাপতি রিপন মল্লিক।
বুধবার দুপুরে সিনহা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে রিপন সমর্থকদের সংঘর্ষ বাঁধে, যাতে কয়েকজন আহত হয়।
এরপর রাতে টঙ্গীবাড়ি থানায় তিনটি মামলা হয়। এগুলোর প্রতিটিতে সিনহাকে প্রধান আসামি করা হয়েছে বলে জানান টঙ্গীবাড়ি থানার ওসি আওলাদ হোসেন।
তিনি বলেন, মামলাগুলোতে ১৬৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২/৩ শ’ জনকে আসামি করা হয়েছে।
উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মল্লিক বাদী হয়ে একটি মামলা করেন।
বিস্ফোরক আইনে টঙ্গীবাড়ি থানার এসআই মো. মুজাহিদ বাদী হয়ে আরেকটি মামলা করেন। পুলিশের উপর হামলার অভিযোগে আরেকটি মামলাও করেন তিনি।
ওসি বলেন, সংঘর্ষের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষের সময় আহত দুই কনস্টেবল ফারুক ও জীবনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ
Leave a Reply