নাছির উদ্দিন : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। আগামী ২৯ এপ্রিল সোমবার বিদ্যালয়ের নির্বাচণের অভিভাবক প্রার্থী মোট ৯ জনের মধ্যে ১ জন মহিলা ও ৮ জন পুরুষ। এর মধ্যে নির্ববাচিত হবেন চার জন। মহিলা প্রার্থী ফাহিমা আহমেদ বীনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। তবে পুরুষ প্রার্থীদের প্রচারনা চোখে পড়ার মত। এর মধ্যে নতুন ও পুরনো প্রার্থীদের মধ্যে নতুন প্রার্থীদের কেই চাচ্ছে এলাকা বাসী।
অভিভাবক প্রার্থী সৈয়দ সানোয়ার হোসেন বাদশা বলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এই প্রথম নির্বাচন প্রার্থী হয়েছি। আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমে
ছাত্র-ছাত্রীদের সমস্যা গুলো সমাধান করব। মাদক,জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিরুদ্ধে রুখে দাড়াব। এবং শিক্ষার মান যাতে আরো ভালো হয় সেদিকে লক্ষ রাখব। এবং অভিবাবকদের সকল মতামত গুরুত্ব সহকারে দেখব।
আরেক প্রার্থী আনোয়ার ভান্ডারী বলেন, আমি এজন সফল ব্যাবসায়ী। আমি এই প্রথম নির্বাচন করছি। আমি যদি নির্বাচিত হই তাহলে গরীব শিক্ষার্থীদের বিভিন্ন সবিধা দিব। প্রয়োজন হলে আমার থেকে টাকা দিয়ে গরীব শিক্ষার্থীদের পড়া-লেখা করাব।
প্রার্থী আনোয়ার হোসেন বলেন, আমিও নতুন।আমাদের পুরনো স্কুল হিসেবে লেখাপড়ার মান ততটা ভালো না। আমি নির্বাচিত হলে লেখা-পড়ার মান যেবাবে ভাল হয় তাই করব।
বাদরুল মনির বলেন, আমি এ পর্যন্ত তিন বার নির্বাচিত হয়েছি। আমার সততার সাথে কাজ করেছি। যদি গার্জিয়ানরা আমাকে আবার সুযোগ দেয় তাহলে আরো ভালো কিছু করব।
Leave a Reply