খবির উদ্দিন মোল্লার মৃত্যুতে মৃনাল কান্তির শোক

জসীম উদ্দীন দেওয়ান: বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব খবির উদ্দিন মোল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস। এক শোক বার্তায় মৃনাল কান্তি দাস মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আলহাজ্ব খবির উদ্দিন মোল্লা এম আই সিমেন্ট মিলস লি: ( ক্রাউন সিমেন্ট ) এবং মোল্লা সল্ট ইন্ডাষ্ট্রিস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। চিকিৎসারত অবস্থায় শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিংশ্বাস ত্যাগ করেন তিনি। বাদ জোহর এবং আসর নামাজ শেষে ঢাকায় দুটি জানাজার পর বাদ মাগরিব, তাঁর জন্ম স্থান মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর সভাস্থ দক্ষিন কাগজীপাড়া জামে মসজিদ মাঠে তৃতীয় জানাজা শেষে সামাজিক কবর স্থানে দাফন করা হয় এই শিল্পপতিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.