বেলের প্রলোভন দেখিয়ে
নাছির উদ্দিন: সিরাজদিখানে মাদরাসার ছাত্রীর শ্লীলতা হানির অভিযোগ উঠেছে ৬৪ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। উপজেলার ইছাপুরা ইউনিয়নে পূর্ব রাজদিয়ার সৈয়দ সুফিয়া খাতুন মহিলা মাদরাসার এক ছাত্রীকে সাথে এ ঘটনা ঘটে। রাজদিয়া গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে কাদির মাস্টার (৬৪) শ্লীলতা হনির চেষ্ঠা করে। গ্রামে সালিশে কাদির মাস্টারকে ২ লাখ টাকা জরিমান করা হয়।
জানাযায়, গত ২৭ শে অক্টোবরে সৈয়দ সুফিয়া মহিলা মাদরাসা মিজান বিভাগের এক ছাত্রী দুপুরে ১ টায় ছুটি শেষে কাদির মাস্টারের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার পথে ছাত্রীকে কদবেল প্রলোভন দেখিয়ে ছাত্রীর হাত ধরে টানাটানি করে বাসার ভিতরে নেয়ার চেষ্ঠা করে। টানাটানির একপর্যায় কাদির স্পর্শকাতর স্থালে হাত দিলে ছাত্রী চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়। ঘটনর পরদিন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক স্বপন, এলাকর প্রভাবশালী ডা. খবির আলী খান ও মোতালেব গোপনে মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজের বাসায় ছাত্রীর নিকট আত্মীয় নিয়ে একটি সালিশ বিচারের মাধ্যমে কাদিরকে ২ লাখ টাকা জরিমানা কার হয়। জরিমান টাকা না দিতে পারায় ন্যাশনাল ব্যাংক সিরাজদিখান শাখার এনএসবি ৩৯৪৭৫৮২ নাম্বারের চেক প্রদান করা হয়। সিরাজদিখান থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শণ করে।
অভিযুক্ত কাদির জানান, আমি কোন অপরাধ করি নাই। আমি শুধু হাত ধরে বেল দিয়েছি। আমাকে জোড় করে ২ লাখ টাকা জরিমানা করে। আমার কাছে টাকা নাই তাই ২ মাসের সময় নিয়া ২ লাখ টাকার ব্যাংক এর চেক দেই।
ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক স্বপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন টাকা লেনদেন হয়নি। ভবিষ্যতে যাতে এরুপ কোন ঘটনা না ঘটে তার জন্য সাদা কাগজে ২ লাখ টাকার মুচলিকা নেয়া হয়।
সিরাজদিখান থানার ওসি ফরিদ উদ্দন জানান, ঘটনাটি মেয়ের মা ফোনে আমাকে জানিয়েছে। লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ না পেলে পুলিশ যাওয়ার কথা না।
Leave a Reply