এ আর সাকিব: এপেক্স ক্লাব অব বিক্রমপুরের ২০২০সালের কমিটিতে এপেক্সিয়ান সাইফুর রহমানকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ শহরে ফ্রেন্ড কিচেন এন্ড পার্টি প্যালেসে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০১৯ এ ২০২০ সালের কমিটি নির্বাচন করা হয়। এতে সাইফুর রহমানকে সভাপতি করে ১১সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত করা হয়।
নতুন কমিটিরে অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এড. জানে আলম প্রিন্স, জুনিঃ সহ-সভাপতি জামাল হোসেন মন্ডল, নিকট অতিত সভাপতি এড. নাসিরুজ্জামন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ট্রেজারার নাসরিন আক্তার, সেবা পরিচালক মোঃ হোসেন শেখ, এটেনডেন্স পরিচালক শহীন ইসলাম, ফলোশীপ পরিচালক অনিসুর রহমান ডিবেটিং পরিচালক -এড আবু হানিফ হিরু, সার্জেন্ট এট আর্লম আক্কাস আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান । সংগঠনের সভাপতি একেএম নাসিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ডিএনএ) জামাল মন্ডলের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ডিজি-১ এর জেলা গভর্নর এপেক্সিয়ান মীর নাছির উদ্দিন উজ্জল, ডিজি-১ এর সুজিত কুমার সুভ্রত, জাতীয় সাধারণ সম্পাদক ভূবনলাল ভারতী, জাতীয় সাবেক সভাপতি অভিজিৎ দাস ববি, এপেক্স ক্লাব অব বিক্রমপুরের প্রতিষ্ঠা সভাপতি এড. গোলম মাওলা তপন, সাবেক সভাপতি আয়নাল হক স্বপন, এপেক্স ক্লাব অব মুন্সীগঞ্জের সাবেক সভাপতি এড. লাভলু মোল্লা, । এছাড়াও উপস্থিত ছিলেন, এপেক্সিয়ান জানে আলম প্রিন্স, নজরুল ইসলাম, রতন কুমার চক্রবর্তী প্রমুখ।
আলোকিত মুন্সীগঞ্জ
Leave a Reply