নাছির উদ্দিন: সিরাজদিখান উপজেলার লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন এর শিক্ষকতার পেশায় ৩০বছর পূণ্য হলো। বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিদ্যালের হল রোমে কেক কেটে দিনটি উৎযাপন করে দশম শ্রেনীর শিক্ষাথীরা। কেক কাটার পূবে সংক্ষিপ্ত স্মৃতি চারণ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন, মো. দ্বীন ইসলাম।
মো. মোক্তার হোসেন বলেন, আমাদের এলাকায় কোন হাইস্কুল না থাকায় উচ্চ শিক্ষার হার ছিলো খুব কম। তাই আজ থেকে ৩০ বছর পূবে স্থানিয় শিক্ষা অনুরাগীরা আমাকে বাড়ি হতে এনে বিদ্যালয়ে দায়ীত্ব দেন। ছিলো না কোন বেতন জীবনে অনেক কষ্ট করে বর্তমান অবস্থা। এখন বেতন পায় সকল শিক্ষকরা। এমন ও সময় গেছে আমি বিদ্যালয়ে একাই চালিয়েছি। বিদ্যালয় টা আমি আমার সন্তানের মত করে লালন পালন করছি।
Leave a Reply