আরিফ হোসেনঃ শ্রীনগরে পাওনা টাকা চাওয়ায় ৩ জনকে মেরে আহত করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোলাপাড়া ইউনিয়নে পূর্ব সমষপুর এলাকায় এঘটনা ঘটে। আহতদেরকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মৃত জহু খানের ছেলে দেলোয়ার হোসেন(৫৫) একই গ্রামের জহিরুল ইসলাম ডালুর ছেলে আরিফুল ইসলাম রিয়াদের কাছ থেকে গত ৪ বছর পূর্বে ৫ হাজার টাকা ধার নেয়। দেলোয়ার হোসেন নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে ঘুরাতে থাকে। মঙ্গলবার দুপুর ১ টার সময় দেলোয়ারকে সমষপুর বাসস্ট্যান্ডে পেয়ে পাওনাদার রিযাদ টাকা ফেরত চাইলে দেলোয়ার জানান সে টাকা ফেরত দিতে পারবেন না। এনিয়ে দুই জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয় এক যুবলীগ নেতা মিমাংসার দায়িত্ব নেন।
কিন্তু মাগরিবের নামাজ শেষে রিয়াদ বাসস্ট্যান্ডে আসলে টারজানের নেতৃত্বে দেলোয়ার, পাভেল, ওমর ফারুক, রাজীব,নোভেল, মাসুদ, জনি সহ আরো ৩/৪ জন মিলে লাঠি সোটা নিয়ে রিয়াদের উপর হামলা চালায়। এসময় রিয়াদকে বাঁচানোর জন্য তার ভাতিজা আরাফ ও মিনাল এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করা হয়। তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় রিয়াদের বাবা জহিরুল ইসলাম ডালু বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply