সারা বিশ্বে করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও মানা হচ্ছে না মুন্সীগঞ্জ সদর থানার পাশে সুপার মার্কেট এলাকায় স্টেশনারী, পান, বিড়ি-সিগারেটের দোকানগুলো দিনে-রাতে খোলা থাকে। চা- দোকানে লোকজন মারছেন আড্ডা। সারা বিশ্বে মহামারীরূপে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরে থাকার কথা বলেছে।
জরুরি কাজে গেলেও যেকোনো মানুষকে আরেকজনের কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্বে থাকতে বলা হয়েছে। হাটবাজার, সভা-সমাবেশসহ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু মুন্সীগঞ্জ সদর উপজেলায় না এমন চিত্র দেখা গেছে রামপাল ইউনিয়নের সিপাহী পাড়া, ধলাগাওঁ সন্ধ্যা হলেই শাকসবজি নিয়ে বাজার বসে। সেখানে গিয়ে দেখা যায় সামাজিক দূরুত্ব দূরে থাক মানুষের গা ঘেঁষে মানুষ দোকানিদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করছে।
পুলিশের ৫/৬টি টিম সর্বক্ষণ প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে করোনাভাইরাসের প্রতিরোধে করণীয় বিষয়ে। রাতে বিভিন্ন চায়ের দোকানে হানা দেওয়া হলে তারা কিছুক্ষণ বন্ধ রাখে; কিন্তু পুলিশ চলে গেলে লোকজনের চাপের মুখে আবার খুলে চা বিক্রি করছে। লকডাউন না লকআউট বুঝা মুশকিল।
সেরা নিউজ ২৪
Leave a Reply