মোঃ জাফর মিয়া: ফেইসবুকে পোষ্ট দেখে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলাম পুরের একটি অসহায়ে পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন শহর যুবলীগ সভাপতি মালেকুন মাকসুদ বিপুল।
রবিবার ফেইসবুকে অসহায় পরিবারটির সাহায্যের পোষ্ট পেয়ে পরিবারটি খুজে বের করে বিপুল। পরে পরিবারটিতে কতজন সদস্য আছে তা নির্নয় করে চাল,ডাল, ডিমসহ ৫ দিনের খাদ্য সামগ্রী তুলেদেন তাদের হাতে। খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছে পরিবারটি।
মালেকুন মাকসুদ বিপুল জানান,এক সাংবাদিকের ফেইসবুকে পোষ্ট পেয়ে পরিবারটিকে খুজে বের করি। পরে তাদের হাতে যতটুকু সম্ভব খাদ্য সহায়তা দিয়েছি।
তিনি আরো জানান করোনা ভাইরাস প্রার্দূভাব শেষ না হওয়া পর্যন্ত তার খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত।
খোজ২৪বিডি
Leave a Reply