আরিফ হোসেনঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত চাল ও নগদ টাকার বিনিময়ে ক্রয়কৃত অন্যান্য খাদ্যসামগ্রী শ্রীনগর উপজেলার ৪টি ইউনিয়নে ১০০টি করে মোট ৪০০টি পরিবারের কাছে পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার ইউনিয়ন ভিত্তিক খাদ্যসামগ্রী বিতরণের ২য় পর্যায়ের অংশ হিসেবে হাঁসাড়া, বীরতারা,ষোলঘর ও আটপাড়া ইউনিয়নের ১০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ২কেজি আলু, ১কেজি মসুর ডাল,হাফ কেজি লবণ, হাফ লিটার তেল ও ১ টি করে সাবান প্রদান করা হয়।
খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা, ইউপি সচিব ও সদস্য বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার করোনার প্রভাব বিস্তার রোধে প্রধানমন্ত্রীর নির্দেশে সকলকে নিজ ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন।
Leave a Reply