মোঃ জাফর মিয়া: টঙ্গিবাড়ীতে নিজ উদ্যোগে ও অর্থায়নে ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল।
শনিবার সকালে ইউনিয়নটির কর্মহীন পরিবারের ঘরে ঘরে পৌছে দেয়া হয়েছে এই খাদ্য সহায়তা। উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু উপস্থিত থেকে কর্মহীন দরিত্র পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী তুলে দেন।
রাহাত খান রুবেল জানায় করোনার মহামারীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও স্থানীয় সংসদ সসদ্য সাগুফতা ইয়াসমিন এমিলির পরামর্শে সকল মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সব সময় সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা বাসী পক্ষে কাজ করে যাবো এবং প্রত্যেকটি ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিব ইনশাআল্লাহ।
রাহাত খান রুবেল ছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি সাইরাজ খান, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ কবির হালদার ,টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ খালিদ হাসান খান ও সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
পরে সচেতনতা সৃষ্টির লক্ষে নেত্রিবৃন্দরা ,উপস্থিত জনসাধারণদের বলেন, যার যার ঘরে অবস্থান করবেন কেউ অযথা ঘর থেকে বের হবেন না এবং মানুষের দূরত্ব বজায় রাখবেন নিজে ভাল থাকবেন এবং পরিবারের সকলকে ভাল রাখবেন বলেও পরামর্শ দেয়া হয়।
খোজ২৪বিডি
Leave a Reply