মুন্সীগঞ্জের ডক্টরস ও প্রাইম ক্লিনিকের সব স্টাফ ১৪ দিনের ‘হোম কোয়ারেন্টাইনে’

মোঃ জাফর মিয়া: মুন্সীগঞ্জ সদর হাসপাতাল রোডে অবস্থিত ডক্টরস ও প্রাইম ক্লিনিকের সব স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

একই সময়ের জন্য ক্লিনিক দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। তা ছাড়া আপদত দুটি ক্লিনিকের ১৪ দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বনিক গিয়ে ডক্টরস ও প্রাইম ক্লিনিকের সব কর্মকর্তা ও কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে রেখে ক্লিনিক দুটি ১৪ দিনের জন্য বন্ধ করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান ও সদর থানার ইন্সপেক্টর অপারেশন শেখ মো: আবু হানিফসহ পুলিশ একটি ফোর্স।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ জানান, তথ্য গোপন করার কারণে ক্লিনিক দুটির সব কর্মকর্তা ও কর্মচারীদের ১৪ দিনের হোম কোয়ারেইন্টাইনে দেয়া হয়েছে। এই ১৪ দিন ক্লিনিকে দুটিতে কেউ আসবেও না বেরও হবে না।

খোজ২৪বিডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.