মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দাফন করা নারায়ণগঞ্জে মৃত এক বৃদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ হাসিনা আক্তার বলেন, আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন গ্রামের ৬৫ বছরের এই নারী আক্রান্ত ছিলেন বলে বুধবার জানতে পেরেছেন তারা।
এর আগে গত সোমবার সকালে দাফন করার সময় ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল।
ইউএনও বলেন, ওই বৃদ্ধার সপরিবার নারায়ণগঞ্জে বসবাস করত। প্রশাসন খবর পেয়ে তার পরিবারের সাত সদস্যকে আগেই হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন বাড়ি অবরুদ্ধ করার প্রস্তুতি চলছে। এছাড়া তার সংস্পর্শে আসা লোকজনকে শনাক্ত করার চেষ্টা চলছে।
ওই বৃদ্ধা ঢাকায় মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে।
জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেন, এই বৃদ্ধাকেনিয়ে এ জেলায় মোট ১৯ জন আক্রান্ত হওয়ার তথ্য পেলেন তারা।
এ পর্যন্ত এ জেলায় ১৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ১৪৭ জনের প্রতিবেদন পাওয়া গেছে। আরও ১৮ জনের নমুনা বুধবার আইইডিসিআর প্রতিনিধিরা মুন্সীগঞ্জ থেকে নিয়ে গেছেন।
সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুইজন, গজারিয়ায় ছয়জন, টঙ্গীবাড়িতে ছয়জন, সিরাজদিখানে তিনজন, শ্রীনগরে একজন আ লৌহজং উপজেলায় একজন আক্রান্ত হওয়ারর তথ্য পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে দুইজন মারা গেছেন। আর ১৭ জন এখনও সুস্থ আছেন।
বিডিনিউজ
Leave a Reply