মোঃ জাফর মিয়া: পরিবার থেকে আলাদা থেকে জীবনের যুকি নিয়ে করোনা প্রার্দুভাব মোকাবেলায় প্রতিদিন বিভিন্ন স্থানে জীবানুনাশক স্পে করে যাচ্ছে হরগঙ্গা কলেজ শাখা যুব রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট।
তারা মুন্সীগঞ্জে প্রবেশদ্বার মুক্তারপুর ব্রিজের টোলপ্লাজায় প্রতিটি যানবাহনের পাশাপাশি চালদের শরীরেও জীবানুনাশক স্পে করে যাচ্ছে। সেচ্ছা শ্রমে হরগঙ্গা কলেছ শাখা যুব রেডক্রিসেন্ট ইউনিট এই স্পে কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও শহরের বিভিন্ন হাটবাজার,পাড়ামহল্লায় ও হাসপাতালেও চলছে তাদের জীবানুনাশক স্পে কার্যক্রম। এছাড়াও এই ইউনিটটি সন্ধ্যার পরে যেসখল মানুষদের ঔষধ প্রয়োজন তা সাইকেল যোগে পৌছে দিচ্ছে বাড়ী বাড়ী। যুব রেডক্রিসেন্ট মোঃ রাব্বির নেতৃত্বে /৭৮ জনের একটি টিম জীবনের ঝুঁকি নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের স্পে কার্যক্রম।
তারা প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালায় তাদের সেবা কার্যক্রম।
যুব সদস্য মোঃ রাব্বি বলেন,মুন্সীগঞ্জের হরগঙ্গা যুব রেডক্রিসেন্ট প্রতিদিন কাজ করে যাচ্ছে মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা অন্যতম মাধ্যম মুক্তারপুর সেতুতে ঢাকা নারায়ণগঞ্জ ও আন্তঃ জেলার জরুরী গাড়ি সহ সাধারণ মানুষ দের এবং সন্ধ্যায় মুন্সীগঞ্জ বাজার জীবানু নাশক স্প্রে করে যুব সদস্যরা।
এছাড়াও হাসপাতাল পাড়া মহল্লায় আমাদের কার্যক্রম অব্যাত রয়েছে। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পরিবারে অন্য সদস্যদের সাথে এক সাথে থাকতে পারিনা কোয়ারেন্টাইন মেনে কাজ করতে হচ্ছে যুব সদস্যদের।
খোজ২৪বিডি
Leave a Reply