সোমবার দিবাগত গভীর রাতে মুন্সীগঞ্জের পাঁচটি উপজেলাজুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ‘ডাকাত হানা দিয়েছে! সকলে সর্তক থাকুন।’ মসজিদগুলো থেকে একের পর এক এমন ঘোষণা আসতে থাকে। ফেসবুকে একেক উপজেলা থেকে স্ট্যাটাস দেয়া শুরু হয়। বলা হয়, পিপিই (করোনাভাইরাস থেকে সুরক্ষার পোশাক) পরে ডাকাতরা হানা দিচ্ছে।
তবে পুলিশ বলছে, ডাকাতির কোনো তথ্য জানা যায়নি।
সোমবার মধ্য রাতে লৌহজং থেকে শুরু করে শ্রীনগর, সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও মুন্সীগঞ্জ সদর উপজেলার সবখানে গুজব ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে এ প্রতিনিধিটিসহ সাংবাদিকদের কাছে একের পর এক ফোন আসতে থাকে।
বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন এলাকার নাম দিয়ে ডাকাত পড়েছে বলে সকলকে সতর্ক থাকতে ফেসবুকে পোস্ট আসতে থাকে।
এ ব্যাপারে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামানের জানান, এগুলো শুধুই গুজব। মুহূর্তের মধ্যে সারা জেলায় ছড়িয়ে যায় এই ডাকাতির গুজবটি। ধারণা করা হচ্ছে, লৌহজং বা শ্রীনগর দিক থেকেই গুজবটি শুরু হয়েছে। মসজিদের মাইক ব্যবহার করা হয়। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
তিনি বলেন, এর উৎপত্তি খুঁজে বের করা হবে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, করোনাভাইরাসের কারণে জেলাজুড়ে চলছে লকডাউন। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে লোকজনের যাতায়ত বন্ধ। সেখানে এমন ডাকাতের আতঙ্ক ছড়িয়ে দেয়ার ঘটনাটি বেশ কষ্টদায়ক বলে জানিয়েছেন অনেকেই। পিপিই পরিধান করে ডাকাতি করছে- এমন গুজব ছড়ানো হয় চারদিকে।
নয়া দিগন্ত
Leave a Reply