নাসির উদ্দিন: মুন্সীগঞ্জের বুধবার সোয়াব পরীক্ষার আরও ১২ রিপোর্ট এসেছে। এই সবগুলো রিপোর্ট নেগেটিভ। এই বার জনের সোয়াবে কারও করোনা শনাক্ত হয়নি। এই ১২টি রিপোর্টে সিরাজদিখান উপজেলার ৩ জন, লৌহজং উপজেলার ৬ জন এবং গজারিয়া উপজেলার ৩ জন। সিভিল সার্জন অফিস বেলা সোয়া টায় জানান, এই ১২টি রিপোর্ট মুন্সীগঞ্জ সিভিল সার্জ অফিসে আসেনি। এসেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে। ফোনে স্ব স্ব উপজেলায় কথা বলে নিশ্চিত হওয়া গেছে।
মুন্সীগঞ্জে তাই ১৫৩ জনের সোয়াবের রিপোর্ট পেন্ডিং রয়েছে। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বুধবার দুপুরে জানান, রিপোর্ট পেন্ডিং থাকায় নানা সমস্যা হচ্ছে। রিপোর্ট দ্রুত পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়।
সিভিল সার্জন জানান, পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত সরকারের ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) মুন্সীগঞ্জের নমুনাগুলো পাঠানো হবে। এপর্যন্ত ৭১৩ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৫৪৪ টি। যার মধ্যে ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত ৬।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হলো ৩১, সিরাজদিখান উপজেলায় ১৪ শনাক্ত, টঙ্গীবাড়ি উপজেলায় ১০ শনাক্ত, লৌহজং উপজেলায় ৫ শনাক্ত, শ্রীনগর উপজেলায় শনাক্ত হয়েছে ৯ জন এবং গজারিয়া উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা গীতা রাণী পাল (৭০) ও পুত্র অরুণ পাল (২৩) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তাই জেলায় সুস্থ এখন ২ জন।
সভ্যতার আলো
Leave a Reply