মুন্সীঞ্জে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। আক্রান্তের সংখ্যা ১১৭ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬৬ জনে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র।
মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। এর মধ্যে ৪৭ জনের নমুনায় ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১৭ থেকে বৃদ্ধি পেয়ে ১৬৬ জন হয়েছে।
শনিবার নতুন আক্রান্তের সংখ্যা যেখানে ছিল ৮, হঠাৎ করে সেই সংখ্যা পাচঁ গুন বৃদ্ধি পাওয়ায় নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
জানা যায়, জেলা সিভিল সার্জন অফিসের যেসব ব্যক্তির ফলাফল পজেটিভ এসেছে তাদের অনেকের মধ্যে প্রাথমিক কোনো লক্ষণ নেই। ফলাফল পজেটিভ আসায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আবার একদিনে এতো সংখ্যক আক্রান্ত হওয়ায় সদর উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নয়া দিগন্ত
Leave a Reply