টংগীবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা আবু হায়াত খানের উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ৬০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়, ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং ৪০০ শাড়ি কাপড় প্রদান করেন সারাদিন ব্যাপী।
আবু হায়াত খান বলেন, এই মহামারী দুর্যোগ পরিস্থিতিতে আমরা যারা আর্থিকভাবে ভালো আছি, তাদের প্রত্যেকের উচিত মানুষের পাশে দাঁড়ানো, তিনি আরো বলেন আপনারা সবাই আমার মরহুম পিতা মাতা, আমার প্রবাসী তিন সন্তান এবং সকল মুসলিম উম্মাহর শান্তি এবং বর্তমান পরিস্থিতি থেকে যেনো মহান আল্লাহ তায়ালা দ্রুত আমাদের মুক্তি দেন,সবাই দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, সাবেক সোনারং টংগিবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান কবির খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক এম মিজান সরদার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য কবির হালদার, টংগিবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝী, টংগীবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খান, ছাত্রলীগ নেতা দুলাল সরদার, পারভেজ শেখ সোনারং টংগিবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আমীন খান,সহ স্থানীয় আওয়ামী লীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply