মুন্সীগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলা ইনডোর স্টেডিয়াম মিলনায়তনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মো. মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, মুন্সীগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো শাহজাহান গাজী, দুই সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আশরাফ উল ইসলাম ও ফারহানা মির্জা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম, সদস্য আমির হোসেন মুন্সী, মঈন কাদের রবীন, মুহাম্মদ মঈনউদ্দিন, সাইদুর হাসান শাওন।
সভায় দুদক কমিশনার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং করণীয় সম্পর্কে সচেতন করেন। এ সময় তিনি দুদকের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন।
সময় টিভি নিউজ
Leave a Reply