মুন্সীগঞ্জের লৌহজংয়ে পুলিশ পরিচয়ে জাল টাকাসহ আমিনুর রহমান সুমন (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার নিকট থেকে ১৩ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গতকাল রোবাবার দুপুর ১২টার দিকে উপজেলার মালির অংক বাজার থেকে আটক করা হয়। সে সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের বশির শেখের পুত্র।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, রোববার দুপুরে উপজেলার মালির অংক বাজারে চাল ক্রয় করতে আসেন সুমন। এ সময় দোকানদার টাকাগুলো জাল মনে করে তাকে জিজ্ঞাসা করেন। পরে সে একপর্যায়ে পুলিশের সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। এসময় দোকানদার লৌহজং থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে আটক করে আনে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল (আজ সোমবার) মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হবে।
স্বাধীন বাংলাদেশ
Leave a Reply