মিরকাদিম পৌরসভা নির্বাচনে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম সরঞ্জাম

আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি ৪র্থ ধাপে ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে শেষ সময়র প্রস্থতি।

আজ শনিবার দুপুর ১ টার দিকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার মহিলা উচ্চ বিদ্যালয় থেকে পৌরসভার ১৭টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সহ নির্বাচনী সরঞ্জামাদি।

এবারের নির্বাচনে পৌরসভায় মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছে। ৯টি ওয়ার্ডে ১৭টি ভোট কেন্দ্রের ১০৪টি বুথে ভোট দিবে ৩৭হাজার৩৭৬ ভোটার। ১৭টি এর মধ্যে ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন অফিস।

নির্বাচন অফিস সূত্রে জানাযায়, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় সদস্য মাঠে থাকছেন ৩৭৬ জন পুলিশ। পাশাপাশি তিন প্লাটুন বিজিবি, র‌্যাবের টহল টিম ও ১৫০ জন আনসার সদস্য থাকবেন। আর এরমধ্যেই নির্বাচনের জন্য ১০৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২০৮ জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.