গজারিয়ার গুয়াগাছিয়া এলাকার এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করার ঘটনার পাঁচ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনার পর থেকে সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন মেয়েটির পরিবারের সদস্যরা। বুধবার ওই ছাত্রীর বড় বোন নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মেয়েটির বড় বোন জানান, আসামিদের আত্মীয়রা হুমকি দিচ্ছে তাদের ঘরবাড়িতে হামলা করে ভাঙচুর করাসহ মারধর করবে। এ কারণে গতকাল ছয়জনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন তিনি। এসআই হোসেনে আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি নতুন চরচাষী এলাকার এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে একই গ্রামের আকাশ ও সালাউদ্দিন হৃদয় ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে। পরদিন ভিকটিমের মা তাদের নামে থানায় মামলা করেন।
থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সমকাল
Leave a Reply