মুন্সিগঞ্জে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সচেতনতা তৈরিতে পথচারীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের সুপার মার্কেট চত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ জনকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সিহাবুল আরিফ।
তিনি জানান, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। তবে অনেকে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানে ৩০ জনকে বিভিন্ন অংকের মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।
জাগো নিউজ
Leave a Reply