মুন্সিগঞ্জ সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন গাড়ি উল্টে লাকি বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মদিনা বাজার এলাকার ডাকাতিয়া ব্রিজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লাকি মিরকাদিম এলাকার জাকির হোসেনের স্ত্রী। সে ওই এলাকার একটি ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে শ্রমিকের কাজ শেষ করে নসিমন গাড়িতে চড়ে নিজ বাসায় ফিরছিলেন লাকি। এ সময় মদিনা বাজার এলাকায় আসলে দ্রুতগতির নসিমন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়।
এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক অধিকার
Leave a Reply