রাজধানীর কদমতলী থানার জুরাইনে স্বামী ডিভোর্স দেওয়ায় স্ত্রী লতা রানী দাস (৩৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তার পরিবার অভিযোগ করেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গত তিন সপ্তাহ আগে তার স্বামী তপন দাশ তাকে ডিভোর্স দিয়েছিলেন। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বামী তপন দাস জানান, পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। পরে সে তার বাবার বাড়িতে চলে যায়। গত ২১ দিন আগে স্ত্রীকে ডিভোর্স নোটিশ পাঠায় সে। তবে এ ডিভোর্স স্ত্রী ও তার পরিবার গ্রহণ করেনি। গতকাল (১২ এপ্রিল) গ্রামের বাড়ি থেকে তার দুলাভাই লতাকে ফের তপনের জুরাইনের বাসায় দিয়ে যান। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরের সবার অগোচরে স্ত্রী রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে তপন অভিযোগ করেন।
পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
ঘটনাল সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপ-পরিদর্শক এসআই সোহেল রানা বলেন, ‘মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মৃতের স্বামী তপন দাসকে আটক করা হয়েছে।’
মৃত লতা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার তপন দাসের স্ত্রী। স্বামী সাইনবোর্ড ব্যানার তৈরির কাজ করেন।
লতা রানী দাসের গ্রামের বাড়ি নরসিংদী জেলার সদর থানার খিদিরপুরে। তার বাবা আগেই মরা গেছেন। বর্তমানে জুরাইনের ঋষিপাড়ায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
বাংলা ট্রিবিউন
Leave a Reply