মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ডুবে দুই বন্ধুসহ তিন জন নিহত হয়েছেন; নিখোঁজ হয়েছে এক শিশু। বুধবার উপজেলার কলমা ও মশদগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন মশদগাঁওয়ের সেবুন বেপারীর ছেলে মাহিম বেপারী (২০), টিপু খন্দকারের ছেলে সীমান্ত (১৮) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আব্দুর গফুরের ছেলে আব্দুল কাদের (২৫)।
নিখোঁজ শিশুর নাম মরিময় (৭)। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে তিন বন্ধু একান্ত, মাহিম ও সীমান্ত দক্ষিণ মশদগাঁও অংশ দিয়ে পদ্মা নদীতে গোসলে নামেন। প্রবল স্রোতে তারা ভেসে গেলে জেলেরা একান্তকে উদ্ধার করতে সক্ষম হন; কিন্তু মাহিম ও সীমান্ত পানিতে তলিয়ে যান।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন জানান, পরবর্তীতে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকাল ৪টার দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, একই দিন উপজেলার কলমা এলাকায় পদ্মা নদীতে গোসলে নামেন আব্দুল কাদেরসহ কয়েকজন। স্রোতে শিশু মরিয়ম ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা করেন আব্দুল কাদের।
“এ সময় তিনিও তলিয়ে যান। সন্ধ্যায় কাদেরের মরদেহ উদ্ধার করা গেলেও মরিয়ম নিখোঁজ রয়েছে।”
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবুল কালাম আজাদ জানান, তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবুরিরা নিখোঁজ মরিয়মকে উদ্ধারের চেষ্টা করছেন।
নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ
Leave a Reply