মুন্সিগঞ্জে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার নাম নুর মোহাম্মদ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকা থেকে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে নুর মোহাম্মদ পূর্বের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেছে। তার অপরাপর সহযোগী আসামিদের নাম প্রকাশ করেও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে পুলিশের কাছে বিস্তারিত বিবরণ দেয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার একটি অস্ত্র শিলমন্দি এলাকায় জসিম নগরে একটি বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রেখেছে।
তার স্বীকারোক্তি মোতাবেক রোববার দিবাগত রাত ০১.২৫ মিনিটের সময় মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম আসামি সহ এলাকার স্থানীয় লোকজনদের সহায়তায় ঘটনাস্থলে যায়।
সেখান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এই সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি নূর মোহাম্মদ বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক আছে।
আমারসংবাদ
Leave a Reply