আরিফ হোসেনঃ শ্রীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার পূর্ব দেউলভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের সহযোগীতায় ফেমাস জেনারেল হাসপাতাল এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসাবে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষের রক্তেতর গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হচ্ছে। সোমবার কর্মসূচীতে ফেমাস জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স সুমা, টেকনোলজিস্ট মুক্তি ও টেকনেশিয়ান প্রসেনজিৎ সহ রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের মিতুল,আহির,মুহিত,মাঈনুল,জেসি, হিমু,সোহানা এবং মেহেরুন্নেসা উপস্থিত ছিলেন।
Leave a Reply