যুক্তরাষ্ট্র থেকে পরিবার নিয়ে মামার বিয়ে খেতে এসেছিলেন প্রবাসী রুবেল বেপারী। ৩ মাস আগে পিত্রালয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বলই গ্রামে আসেন তিনি। ১ মাস আগে মামা শুভ ঢালীর বিয়ে সম্পন্ন হলেও করোনাভাইরাসের কারণে আমেরিকায় ফিরতে পারছিলেন না তিনি।
জানা গেছে, ১০ বছর আগে তিনি স্ত্রী নিয়ে পাড়ি জমান আমেরিকায়। সেখানে জন্ম নেয় ২ ছেলে সন্তান। দীর্ঘদিন পরে দেশে এসে গ্রামের বাড়িতেই স্ত্রী ও ২ ছেলে নিয়ে অবস্থান করছিলেন প্রবাসী রুবেল বেপারী।
বুধবার (৯ জুন) সন্ধ্যার দিকে রুবেল বেপারীর ছোট ছেলে সাকিব (২৩ মাস) বাড়ির সামনের উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির সবার চোখের আড়ালে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে।
পরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির সময় তার মৃতদেহ পানিতে ভেসে থাকতে দেখে বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের নিকটাত্মীয় আরিফ মোল্লা জানান, নিহত সাকিবের বাবা ঘটনার সময় বাড়ির পাশের বাজারে গিয়েছেলেন। বাড়ির অন্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। সবার অগোচরে সাকিব পানিতে পড়ে মারা যায়। বৃহস্পতিবার (১০ জুন) দেওয়ালবাড়ি বলই কবরস্থানে সকাল ৯টায় তার লাশ দাফন করা হবে।
ব ম শামীম/ঢাকা পোষ্ট
Leave a Reply