আরিফ হোসেনঃ শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পশ্চিম বাঘড়া এলাকায় এঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার আক্তার হোসেনের মেয়ে সামাইয়া (২০) এর সাথে লৌহজং উপজেলার কবুতর খোলা এলাকার ইতালী প্রবাসী ফারুক ঢালী’র সাথে প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। বিয়ের পর সুমাইয়া অন্য একজনের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি তার স্বামীর বাড়ির লোকজন জানার পর সুমাইয়ার সাথে ঝামেলা তৈরি হয়।
শনিবার বিকালে বিষয়টি নিয়ে সুমাইয়ার বাবা তাকে বকাঝকা করে। পরে সুমাইয়া ঘরের আড়ার সাথে ওরনা পেচিয়ে আতœহত্যা করে। মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের নির্দেশ দেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, পুলিশ লাশটি উদ্ধার করেছে। এঘটনায় শ্রীনগর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply