মুন্সীগঞ্জ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে আগামী বুধবার (৩০ জুন) পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদকার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ার এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে ঢাকাকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নেই মুন্সীগঞ্জে কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, সোমবার বিকেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। পরে জেলা প্রশাসকের কাছে সেটি কার্যকর করার জন্য তিনি নির্দেশনা পাঠিয়েছেন।
সিভিল সার্জন জানান, ‘মুন্সীগঞ্জ জেলা প্রশাসন’ রাতের মধ্যেই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দেবে। সরকারের এই নির্দেশনাকে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, জরুরী পরিসেবা অর্থাৎ খাদ্য, ওষুধ, অ্যাম্বুলেন্স, ফায়ারসার্ভিসের মত সেবা চলমান থাকবে। এছাড়া সরকারি-বেসরকারি-আধা সরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি সাধারণ যানচলাচল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী কোনো যানবাহন চলতে দেয়া হবে না। কেবলমাত্র অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্য, ওষুধ ও পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে।
নয়া দিগন্ত
Leave a Reply